বাংলা৭১নিউজ, ঢাকা: জিয়া এতিমখানা ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় হাই কোর্ট খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থি আইনজীবীরা।
খালেদা জিয়াসহ তিন আসামির আপিল এবং দুদকের একটি রিভিশন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।
রায়ের পর আদালত প্রাঙ্গণেই এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘বেআইনিভাবে’ বিএনপি চেয়ারপারসনের সাজা বাড়ানোর প্রতিবাদে বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা সর্বোচ্চ আদালতের দুই বিভাগে (হাই কোর্ট ও আপিল) কর্মবিরতি পালন করবেন।
বাংলা৭১নিউজ/এস এইস