বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়ায় বিএনপি নেতা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
আজ রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাহী কমিটির সভায় নজরুল ইসলাম খান অংশ নেন। সভার শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিএনপির সূত্র জানিয়েছে, নজরুল ইসলাম খানের আগে থেকে হার্টের সমস্যা ছিল।
বাংলা৭১নিউজ/আরএস