বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে আজ সোমবার সকালে বীর শ্রেষ্ঠ শেখ নুর মোহাম্মদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালের প্রথম প্রহরে পুুষ্পস্তবক অর্পন ও সশস্ত্র সালাম প্রদান করেন বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদের পরিবারের সদস্যগন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যাক্তিবর্গ।
এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা ষ্টেডিয়ামে বীর শহীদদের স্বরণে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ , আরোচনা সভা , ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল,মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সংগঠনের নেতৃতবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস