বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের জন্মগ্রহণ করেছেন ৭ জন বীর শ্রেষ্ঠের একজন। তিনি হচ্ছেন বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ। বীর শ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়ি, স্মৃতি সংগ্রহশালা যেকোনো সময় মধুমতির নদী গর্ভে বিলীন হয়ে যাবে। কয়েক বছর ধরে মধুমতি নদী ভাঙ্গতে ভাঙ্গতে বীর শ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়ি কাছাকাছি অবস্থান করছে।
ইতিপূর্বে বীর শ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়ি স্মৃতি সংগ্রহশালার রাস্তাটি মধুমতির নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বিভিন্ন বাড়ির উপর দিয়ে বীর শ্রেষ্ঠ আব্দুর রউফের স্মৃতি সংগ্রহশালায় যেতে হয়।
পানি উন্নয়ন বোর্ড গুরুত্বদিয়ে মধুমতি নদীর ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করলে আজ এই বীর শ্রেষ্ঠের বাড়িঘর রাস্তাঘাট হুমকির মুখে পড়তো না। দীর্ঘ ৯ বছর ধরে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের বিভিন্ন এলাকায় শত কোটি টাকার প্রকল্পের কাজ করলেও তাদের নজরে পড়েনি বীর শ্রেষ্ঠ আব্দুর রউফের সংগ্রহশালাটি। যেকোনো সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বীর শ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়িটি। এলাকাবাসীর দাবী দ্রুত মধুমতির নদী ভাঙ্গন প্রতিরোধ না করলে এবছরের বর্ষা মৌসুমে বীর শ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়ি ও সংগ্রহশালটি মধুমতি নদীতে বিলীন হয়ে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, মধুমতি নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য মন্ত্রণালয়ের বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই নদী ভাঙ্গন প্রতিরোধ কাজ শুরু করবো।
বাংলা৭১নিউজ/জেএস