মুন্সীগঞ্জের গজারিয়ার এক বীর মুক্তিযোদ্ধাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। পুলিশে সোপর্দ করা মুক্তিযোদ্ধার নাম শফিউল্লাহ শফি। মঙ্গলবার রাতে রাজধানীর মুগদা থানা পুলিশের কাছে সোপর্দ করার পর পুলিশ তাকে গজারিয়া থানায় কাছে হস্তান্তর করেছে।শফি গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীয় লীগের সাবেক সহসভাপতি।বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।স্থানীয়রা জানিয়েছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা শফিউল্লাহ শফির বাসা ঘিরে ফেলে। পরে রাত ২টার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এক বছর ধরে ব্রেইন স্ট্রোক করে শফিউল্লাহ শফি রীতিমতো শয্যাশায়ী বলে দাবি করেছেন তার স্ত্রী উম্মে হালিমা।তিনি বলেন মধ্যরাতে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে।
তবে কী কারণে তাকে নেওয়া হয়ে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তার নামে কোনো মামলা ছিল না।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন।গত রাতে তাকে ঢাকার মুগদা বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আটক করে মুগদা থানা পুলিশ কাছে দিয়ে দেয়।আমরা তাকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। সেখানে মামলার প্রস্তুতি চলছে।’বাংলা৭১নিউজ/এসএইচ