বাংলা৭১নিউজ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রি কলেজে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ এসএম হাদিকুল ইয়াজদানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, দাইপুখুরিয়া ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম,নসোনামসজিদ স্থল বন্দর শ্রমিক লীগের সভাপতি সাদেকুর রহমান মাস্টার, শাহাবাজপুর সোনামসজিদ কলেজের অধ্যক্ষ একরামুল হক, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে এমপি গোলাম রাব্বানী- কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এদিকে কলেজের মহিলা কমন রুমের জন্য জন্য ২ লক্ষ টাকা এবং সিমানা প্রাচীর নির্মানের জন্য ৫ লক্ষ টাকা অার্থিক অনুদানের প্রতিশ্রুতি দেন।
বাংলা৭১নিউজ/জেএস