বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের পাঁচ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (০৬ জুলাই) দুপুর ২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, দুপুরে যাত্রীবাহী বিআরটিসির একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের ২৫ মাইল বাজারে বাসটি একটি ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চার জন ও হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়।
এছাড়াও চার্জার ভ্যানের আহত অপর দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি গাছ গিয়ে ধাক্কা খায়।
বাংলা৭১নিউজ/এমকে