বাংলা৭১নিউজ, ডেস্ক : কথা ছিল ফাইনাল ম্যাচ খেলে এসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। ম্যাচ খেলার উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন বিমানে করে। কিন্তু ম্যাচ খেলা হলো না, বিয়ের পিঁড়িতেও পারলেন না বসতে। চলে গেলেন না ফেরার দেশে।
গত বুধবার শাপেকোয়েন্সের ফুটবলাররা যে বিমানে উঠেছিলেন সেই বিমানেই ছিলেন ফুটবলার ডেনার অ্যাসুনকাও ব্রাজ। মৃত ফুটবলারদের মিছিলে যোগ হলো ডেনারের নামও।
অথচ ম্যাচ খেলে এসেই বান্ধবী আমান্ডা মাকাডোকে বিয়ে করতে চেয়েছিলেন ডেনার।
মাকাডো এবং ডেনারের সম্পর্কটা বেশ পুরনো। এতদিন একসঙ্গে থাকার পর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। কিন্তু একটি দুর্ঘটনা সব শেষ করে দিয়ে গেল।
রোববার ডোনারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও বাগদানের আংটি হাতে পরে আছেন মাকাডো। ডোনার এবং মাকাডোর ঘরে একটি ছেলে সন্তানও আছে।
ডোনারের মৃত্যুর পর তিনিও পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। মাকাডো জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর মনে হয়েছিল আমার বেঁচে থেকে কী হবে। ইচ্ছে করছিল, আমিও নিজেকে শেষ করে ফেলি। বেঁচে থাকতে না হোক মারা যাওয়ার পরে তো ওর সঙ্গে দেখা হবে।
আমান্ডা মাকাডোর মনে একটা আক্ষেপও আছে। বিমানে ওঠার আগে ডেনার ফোন করেছিলেন তাকে। এসএমএসও করেছিলেন। কিন্তু কোনোটারই জবাব দেয়ার সময় পাননি মাকাডো।
দুই বছরের ছেলে বার্নাডোকে নিয়েই এখন বেঁচে থাকতে চান তিনি।
বাংলা৭১নিউজ/সিএইস