রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পরিদর্শনে
এসে তিনি এই কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, গুলিস্তানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক হতাহত হয়েছে। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে। এখন পর্যন্ত ১২ জন মারা গেছে। আরও ৪০-৫০ জন চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে দুই-তিনজনের অবস্থা গুরুতর। এখানে পর্যাপ্ত ডাক্তার আছে। তারা চিকিৎসা করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্ফোরিত ভবনটি বাণিজ্যিক ভবন ছিলো। নিচতলায় বিভিন্ন সেনিটারি সামগ্রী ছিলো। পাশে ব্র্যাক ব্যাংক ছিলো।
এছাড়া বিভিন্ন কমার্সিয়াল দোকান ছিলো।
বিস্ফোরণের ঘটনাটি নাশকতা না-কি দুর্ঘটনা তা তদন্ত করে জানানো হবে বলেও জানান গোলাম ফারুক।
বাংলা৭১নিউজ/এবি