মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত শুরু হলো ডিএমপির ‘রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪’

বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এসোসিয়েশনের নির্বাচনের ফল প্রকাশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা:

বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এসোসিয়েশনের নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল প্রকাশিত হয়েছে। এত সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনার আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক আবিদা ইসলাম এ নির্বাচনের ফল ঘোষণা করেন।

নতুন কমিটির সহ-সভাপতি পদে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, ডিজি নাহিদা সোবহান, সাধারণ সম্পাদক পদে ২০ ব্যাচের খোরশেদ আলম খাস্তগীর নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে পরিচালক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ২৫ ব্যাচের মো. খালেদ, ট্রেজারার পদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক মো. ওয়ালিউর রহমান, জনসংযোগ সম্পাদক পদে সার্ক অনুবিভাগের পরিচালক ইশরাত জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩১ ব্যাচের এ বি এম সারওয়ার-ই আলম সরকার। প্রচার, প্রকাশনা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৩০ ব্যাচের এএএসএম সায়েম, অফিস সম্পাদক পদে ২৯ ব্যাচের নওরিদ শারমিন, কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ২৯ ব্যাচের জসিম উদ্দিন, ৩১ ব্যাচের মাহফুজা সুলতানা, মৌমিতা জীনাত ও ৩৩ ব্যাচের গৌতম কুমার দে জয় পেয়েছেন।

বিসিএস ফরেন অ্যাফেয়ার্স এসোসিয়েশনের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের এ লড়াইয়ে ১৫টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক আবিদা ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেনÑ সৈয়দ মুনতাসির মামুন ও নাসির উদ্দিন।

স্বাধীনতার প্রায় ৪৭ বছরে প্রথম পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করলেন। প্রচলিত পদ্ধতির চেয়ে খানিক ব্যতিক্রমী ওই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় গত ৫ জুন। আজ ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হলো। ভোটগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে (৩ দিনে) হেড কোয়ার্টার্স এবং বিশ্বব্যাপী ৭৫টি বাংলাদেশ মিশনে কর্মরত ৩১০ জন দেশি কূটনীতিক ডিজিটাল সিস্টেমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ই ডিসেম্বর বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের কল্যাণে ওই এসোসিয়েশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com