বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সুখি (১৪) নামের এক স্কুল ছাত্রী বিষ পান করে আতœহত্যা করেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিন বিলবিলাস গ্রামের বিমল ফকিরের বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, দক্ষিণ বিলবিলাস গ্রামের বিমল ফকিরের প্রথম কন্যা ও বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনী ছাত্রী সুখি সাথে বিলবিলাস বন্দরে কৃঞ্চ কর্মকারের ছেলে সাথে প্রায়ই মোবাইল যোগে কথা হতো।
বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হলে অভিভাবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনার দিন তার বাবার সাথে অভিমান করে ঘরে থাকাা বিষ পান করে স্কুল ছাত্রী সুখি। গুরুতর অবস্থায় প্রথমে বাউফল হাসপাতাল পরে পটুয়াখালী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে স্কুল ছাত্রী সুখি মারা যায়। লাশ ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।
বাংলা৭১নিউজ/জেএস