বাংলা৭১নিউজ ডেস্ক: প্রাণঘাতী ‘হেপাটাইটিস ভাইরাস’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ পালিত হবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০১০ সাল থেকে প্রতিবছর ২৮ জুলাই তারিখে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ পালিত হয়ে আসছে। হিসাব অনুযায়ী, প্রতিবছর বিশ্বে ৫০০ মিলিয়ন মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে এলিমিনেট হেপাটাইটিস বা ২০৩০ সালের মধ্যে বিশ্বে ভাইরাসজনিত লিভার রোগ নির্মূল। দিনটি উপলক্ষে বাংলাদেশ গ্যাস্টোএন্টারোলজি সোসাইটি নানান কর্মসূচি গ্রহণ করেছে।
ঢাকাসহ দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে হেপাটাইটিস বিষয়ে সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। গ্যাস্টোএন্টারোলজি বিশেষজ্ঞরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত থাকবেন।
বাংলা৭১নিউজ/সিএইস