মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব ধানমন্ডির কাকলি হাইস্কুল ও না.গঞ্জের ডিপিডিসি অফিসে দুদকের অভিযান দুই মাস পর চালু হলো পায়রার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন রয়-সাব্বির-মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস ভেঙেই গেল জেনিফার লোপেজের চতুর্থ সংসার

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান, আমেরিকাকে চাপে ফেলল চিন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৬৫ বার পড়া হয়েছে

“আগের ২ কোটি ডলারের  সংযোজন হিসেবে এই কঠোর সময়ে উন্নত দেশ গুলির স্বাস্থ্য কাঠামো উন্নতির জন্য চিন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও ৩ কোটি ডলার আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

বাংলা৭১নিউজ,ডেস্ক: দুই দেশের মধ্যে বিবাদ আগে থেকেই ছিল। তবে করোনা প্রসঙ্গে তরজা তুঙ্গে ওঠে। প্রশ্নবানে বিধ্বস্ত করে একে অপরের দিকে আঙুল তুলতে থাকে দুই যুযুধান দেশ চিন এবং আমেরিকা। সেই আগুনেই নতুন করে ঘৃতাহুতি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৩ কোটি ডলার বাড়তি অনুদান ঘোষণা করল চিন।

প্রথম থেকেই করোনা সংক্রমণকে কেন্দ্র করে একে অপরকে বিঁধেছে চিন ও আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে চিনা ভাইরাস বলেও দোষারোপ করেছিলেন বেজিংকে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছিলেন, ইচ্ছাকৃত ভাবেই হোক বা অনিচ্ছাকৃত ভাবেই সারা বিশ্বে করোনা সংক্রমণের জন্য দায়ী চিন। তাঁরা যদি ইচ্ছাকৃত ভাবে এই কাজ করে থাকে তাহলে ফল ভালো হবেনা। এমনও হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে পাল্টা দিতে ছাড়েনি চিনের কমিউনিস্ট সরকারও। আমেরিকার মিলিটারি বাহিনীই চিনে ভাইরাস ছড়িয়েছে। এরকম চাঞ্চল্যকর দাবি করে চিনের পররাষ্ট্র মন্ত্রনালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের পক্ষপাতিত্ব  করছে এই অভিযোগ এনে জেনেভায় হু-এর সদর দফতরে অনুদান আগেই পাঠানো বন্ধ করেছিল আমেরিকা। এমনকি মার্কিন জাতীয় উপদেষ্টা প্রমাণ দিয়ে জানিয়েছিলেন, বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের হাতিয়ার, এমনও অভিযোগ উঠেছিল আমেরিকার তরফে। বারবারই আমেরিকার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়িয়ে এবার এই আর্থিক অনুদান ঘোষণা করল চিন। চিনের বিদেশ মন্ত্রকের তরফে গেং গুয়াং বলেছেন, “আগের ২ কোটি ডলারের  সংযোজন হিসেবে এই কঠোর সময়ে উন্নত দেশ গুলির স্বাস্থ্য কাঠামো উন্নতির জন্য চিন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও ৩ কোটি ডলার আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

একদিকে যখন আমেরিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান বন্ধ করছে তখনই চিনের বাড়তি অনুদান দেওয়ার এই ঘোষণা যে যথেষ্ট বার্তাবহ তা স্পষ্ট। তবে কোভিড সংক্রমণের এই কঠোর সময়ে  বিশ্ব কূটনীতির রঙ্গমঞ্চে নতুন নতুন চাল যে দিচ্ছেন দুই প্রধান। তা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com