বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

বিশ্ব মিডিয়ায় শিক্ষার্থীদের আন্দোলন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা:ঢাকার বিমানবন্দর সড়কে রোববার বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

টানা পঞ্চম দিনের আন্দোলনে বৃহস্পতিবার সরকারের আমলা, এমপি, মন্ত্রী, পুলিশসহ বহু সরকারি কর্মকর্তাকে ট্রাফিক আইন ভঙ্গের কারণে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন ও ৯ দফা দাবি নিয়ে বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, বাসচাপায় নিহত হওয়া দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের জন্য দায়ী চালকের মৃত্যুদণ্ডের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় টানা বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সড়কে নিরাপত্তা ও হত্যার ন্যায়বিচারের দাবিতে এ আন্দোলন করছে শিক্ষার্থীরা।

চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে গত তিন দিনের মতো শিক্ষার্থী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। চালকের বেপরোয়া গাড়ির নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হাজার হাজার শিক্ষার্থী ঢাকার রাস্তায় এ বিক্ষোভ করছে।

ভয়েস অব আমেরিকার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করে বলেছে, বাংলাদেশের রাজধানী ঢাকা ছাত্র বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রায় ২০টি পয়েন্টে ছাত্ররা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় দুইজন মন্ত্রী তোপের মুখে পড়তে হয়।

ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, ঢাকায় বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন শহর অস্থিতিশীল হয়ে উঠেছে। ওই ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে ঢাকার রাজপথে। ঢাকার শাহবাগ, ধানমণ্ডি, সায়েন্সল্যাব, নিউমার্কেট, বনশ্রী, রামপুরা, খিলক্ষেত, ভাটারা, মিরপুর এলাকায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, ঢাকার রাস্তায় দল বেঁধে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অনেকের পরনে স্কুলের ইউনিফর্ম। সবার পিঠে স্কুলের ব্যাগ। দিনভর এই খুদেদের কাজকর্মে অস্তব্যস্ত হয়ে পড়ল ঢাকার জনজীবন।

ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপি ও সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইট টাইমস বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দ্রুতগতির একটি বাসের নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থীরা প্রাণহানির ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ করছে।

বাংলা৭১নিউজ/বিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com