বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সেখানেই গিয়ে শেষ হয় ।
পরে উপজেলা পরিষদ শহিদ স্মৃতি মিলনায়তনে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রকৃতি ও মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ পানির কোন বিকল্প নেই। তাই এ ব্যাপারে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ হাসিবুর রহমান স্বপন এমপি , বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, কৃষি অফিসার মনজু আলম সরকার, পরিসংখান অফিসার মখলেছুর রহমান প্রমূখ ।
বাংলা৭১নিউজ/জেএস