বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা প্রশাসনের নানা আয়োজনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য দিবস উপলক্ষ্যে র্যালি, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাবেকন নাহার এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার সঞ্চিতা বিশ্বাস সঞ্চালনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ হেমায়েত উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী (টেলিযোগাযোগ) হিমাংশু হালদার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, পৌর মেয়র প্রতিনিধি কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন।
এছাড়া সেনিারে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল মোতালেব মোল্লা, জাসদের সাধারন সম্পাদক স.ম.দেলওয়ার হোসেন দিলিপ প্রমুখ। সেমিনারে রচনা প্রতিযোগিতায় তিন জন বিজয়ী শিক্ষার্থীর পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বিজয়ী তিন জন হলেন কাজী মোঃ নূহেন লাবিব, আঞ্জুমান আরা নাবিলা ও মোঃ রাকিবুল ইসলাম।
বাংলা৭১নিউজ/জেএস