বাংলা৭১নিউজ,ঢাকা: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। দেশি গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও খবরটি গুরুত্বসহকারে প্রচার করেছে।
কাতারভিত্তিক আলজাজিরার শীর্ষে থাকা এ সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম করেছে- পুরান ঢাকায় ব্যাপক অগ্নিকাণ্ডে বহু প্রাণহানি।
বার্তা সংস্থা এএফপি লিখেছে, পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ জন মারা গেছে। রাসায়নিকের গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবন থেকে কয়েকটি ভবনে ওই আগুন ছড়িয়ে পড়ে।
কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ঢাকার চকবাজারে বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৬৯।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশে ভবনে আগুন লেগে ৭০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। বাংলাদেশে ভবনে আগুনের ঘটনা প্রায়ই দেখা যায়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত ৬৯।
আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, ঢাকায় অগ্নিকাণ্ড: কেমিকেলের দোকান হিসেবে ব্যবহৃত অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত ৭০।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শিরোনাম করেছে, ঢাকার ভবনে আগুন লেগে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু, টুইটে শোক প্রকাশ মমতার।
ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুনের ঘটনায় ৬৯ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
এ ছাড়া ডন, ডেইলি মিরর, ইয়াহু নিউজ, দ্য কুইন্ট, সিনহুয়া, টেলিগ্রাফ, আনাদলু ও পার্সটুডেসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম অগ্নিকাণ্ডের খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার পর পুরান ঢাকার চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে আগুন লাগে। এতে অন্তত ৭৫ জনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/এনি