বাংলা৭১নিউজ, গাজীপুর প্রতিনিধি: তুরাগ তীরে শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। আজ বেলা ১০টা ৪০ মিনিটে শুরু হয় মোনাজাত। এবারই প্রথম বাংলা ভাষায় মোনাজাত করা হচ্ছে।
এর আগে আজ ফজরের নামাজের পরই হেদায়েতি বয়ান শুরু করেন কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান। হেদায়েতি বয়ান শেষে তার পরিচালনায় বাংলায় আখেরি মোনাজাত শুরু হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লির আসেছেন তুরাগ তীরে। ফজরের নামাজের পর থেকেই বিশেষ ট্রেন, বাসসহ বিভিন্নভাবে এসে ইজতেমা মাঠ ও তার আশপাশে অবস্থান নেন মুসল্লিরা।
টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে মোনাজাতে অংশ নিতে চার দিক থেকে মুসল্লিরা পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছান।
বাংলা৭১নিউজ/সিgি্সি