বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই সাবেক সেনা সদস্য হত্যায় ৯ জনের যাবজ্জীবন ইতা‌লি ভিসাপ্রার্থীদের যে বার্তা দি‌লেন পররাষ্ট্র উপ‌দেষ্টা ময়মনসিংহে ‘চাঁদাবাজ’ রানাসহ ৬ আ. লীগ নেতা গ্রেপ্তার নিরাপদ খাদ্য পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে হবে ছয়দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা শেখ হাসিনা কোথায় আছেন, জানালেন ছেলে জয় সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী, কারামুক্তিতে বাধা নেই বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. ইফতেখারুজ্জামান শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক মোটরসাইকেলের ইঞ্জিনেই চলবে হেলিকপ্টার! তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হতে নির্দেশ নেত্রকোণায় লাখ মানুষ পানিবন্দি, এক মৃত্যু আন্দোলন দমাতে অস্ত্র ব্যবহার, যুবলীগ কর্মী আরাফাত গ্রেপ্তার

বিশ্বে ১৪২১ জনের মৃত্যু, শনাক্ত ৭ লাখের বেশি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২১ বার পড়া হয়েছে

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় ১ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৭ লাখ ১৩ হাজার ৪৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৩ হাজার ৪০১ জন।

শনিবার (২৫ জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারস অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৯ হাজার ৪১৮ জনে। আর করোনায় শনাক্তের সংখ্যা বেড়ে ৫৪ কোটি ৮২ লাখ ২৬ হাজার ৩২৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯০ জন। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৭৬ লাখ ৮১ হাজার ৭৭৫ জনে করোনা শনাক্ত এবং ১ লাখ ৪০ হাজার ৬৫০ জন মারা গেছেন। অপরদিকে ব্রাজিলে নতুন করে ৩২৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।

করোনায় মোট মৃত্যু ও শনাক্তে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে আরও ১ লাখ ২ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ২৩৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট ৮ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৭০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৪০ হাজার ৬৪১ জনের।

এরপর দৈনিক শনাক্তে জার্মানির পর তালিকায় রয়েছে যথাক্রমে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, ইতালি, তাইওয়ান, অস্ট্রেলিয়া, স্পেন, জাপা ও যুক্তরাজ্য।

মোট আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। তবে এ সময়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৫ জনে করোনা সংক্রমণ হয়েছে। তবে এদিন কারো মৃত্যু হয়নি। দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ১৩৫ জনই।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com