বিশ্বের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে বাজারে আনতে শুরু করেছে ফাইভ জি নেটওয়ার্কের স্মার্টফোন। যা গ্রাহক পর্যায়ে ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত আগষ্টে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি সিরিজের নোট২০ আল্ট্রা স্মার্টফোন। মাসের ব্যবধানে ফাইভ জি নেটওয়ার্কের স্মার্টফোনগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে গ্যালাক্সি নোট সিরিজের এ স্মার্টফোনটি।
সেপ্টেম্বর মাসে বাজার বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। তারা জানিয়েছে, নোট২০ আল্ট্রা স্মার্টফোনটি ফাইভজি বাজারের ৫ শতাংশ দখল নিয়েছে। এর পরই রয়েছে হুয়াওয়ের পি৪০ প্রো যাদের শেয়ার ৪ দশমিক ৫ শতাংশ। একই প্রতিষ্ঠানের নোভা৭ ৪ দশমিক ৩ শতাংশ শেয়ার নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।
এছাড়া, তালিকার শীর্ষে থাকা গ্যালাক্সি সিরিজের নোট২০ আল্ট্রা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের আর আরও দুটি ফোন রয়েছে শীর্ষ ১০ এ। যার মধ্যে গ্যালাক্সি এস২০ প্লাস চতুর্থ এবং গ্যালাক্সি নোট২০ রয়েছে অষ্টম স্থানে।
অন্যদিকে, ৩ দশমিক ৮ শতাংশ শেয়ার নিয়ে পঞ্চম স্থানে হুয়াওয়ে পি৪০, ভিভো ওয়াই৭০এস ষষ্ঠ, অপ্পো রেনো৪ সপ্তম স্থানে রয়েছে। অনার৩০এস নবম সবশেষ শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছে অপ্পো এ৭২।
বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি মাসে আইফোন ১২ মডেলের স্মার্টফোনগুলো শীর্ষ ১০ এ জায়গা করে নিতে পারে। অন্যদিকে, অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আগামী বছরে বাজারে আসছে গ্যালাক্সি ২১ সিরিজের স্মার্টফোন। যার মধ্যে এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস ও গ্যালাক্সি ২১ আলট্রার মতো আকর্ষণীয় স্মার্টফোনগুলো থাকবে।
অ্যাপল না স্যামসাং কোন প্রতিষ্ঠান হচ্ছে আগামীর লিজেন্ড তা সময়ই বলে দেবে।
বাংলা৭১নিউজ/এএম