সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ শিশুদের পরিপূর্ণ বিকাশে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি শিশুর বিকাশের অন্তরায়গুলো চিহ্নিত করে সমাধানে বদ্ধপরিকর সরকার ৭ অক্টোবর বিশ্ব বসতি দিবসে সরকারের নানা কর্মসূচি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

বিশ্বে আরও ৭৫১ মৃত্যু, শনাক্ত প্রায় আড়াই লাখ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা বাড়লেও কমেছে সংক্রমণ। এসময়ে ৭৫১ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৯৮০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৯৭ হাজার ৫৭২ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ২৬০ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, জাপান, রাশিয়া, নেদারল্যান্ড, তাইওয়ান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন ৭০ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন ৭০ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৮৪০ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৬ হাজার ৭৮১ জন।

jagonews24

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ২৪২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৪৪৩ জন সংক্রমিত এবং ১০ লাখ ৯৬ হাজার ৭১৭ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩৮৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ৪১ হাজার ১৪৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৩১৫ জন।

একদিনে ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৯১ জন এবং মারা গেছেন ৯৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ১৪৪ জন।

তাইওয়ানে করোনায় একদিনে মারা গেছেন ৫৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ১৮৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৭৭ লাখ ৮০ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ১২ হাজার ৯২৯ জন।

jagonews24

সংক্রমণের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৬৭ জন এবং মারা গেছেন ৩০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৩০০ জন।

দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ২৯ হাজার ২৩৯ জন।

একদিনে ইন্দোনেশিয়ায় সংক্রমিত ৪ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ৩২ জন। একই সময়ে ফিলিপাইনে সংক্রমিত ৭৭৫ জন এবং মারা গেছেন ৩৬ জন; মেক্সিকোতে সংক্রমিত ১ হাজার ৩৮৫ জন এবং মারা গেছেন ১৭ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com