শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

বিশ্বে আরও ১২৪১ মৃত্যু, শনাক্ত চার লাখের বেশি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪১ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ২৪১ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ১৯ হাজার ৪৭৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৮৫ হাজার ৮২০ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৫৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, ব্রাজিল, তাইওয়ান, চিলির মতো দেশগুলো।

বুধবার (২৬ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৯৪ হাজার ৭৮৭ জন এবং মারা গেছেন ২৪২ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ১৫ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জনে।

বিশ্বে আরও ১২৪১ মৃত্যু, শনাক্ত চার লাখের বেশি

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ১৭৮ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯১ লাখ ৪১ হাজার ২৫৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৩ হাজার ৩৩৮ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ১৩১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৬৪০ জন।

২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭০৩ জন এবং মারা গেছেন ৩৮ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৩৪৭ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ৬ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮৪২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৭১০ জন।

বিশ্বে আরও ১২৪১ মৃত্যু, শনাক্ত চার লাখের বেশি

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ১২০ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৮ হাজার ৩৯৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৫৩ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৭৯৭ জনের।

তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ২০৩ জন এবং মারা গেছেন ৪২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৫ লাখ ১৫ হাজার ৬৩০ জন এবং মারা গেছেন ১২ হাজার ৪২৭ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় ১১ জনের মৃত্যু এবং এক হাজার ৫০৯ জন শনাক্ত, পোলান্ডে ২১ মৃত্যু এবং ১ হাজার ৪৭৬ শনাক্ত, ইউক্রেনে ২৬ মৃত্যু এবং শনাক্ত ২ হাজার ৪১৭, চিলিতে ২৮ মৃত্যু এবং শনাক্ত ৩ হাজার ২১৯, ফিলিপাইনে ৩২ মৃত্যু এবং শনাক্ত ৯৪৩ জন এবং হংকংয়ে ১০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ৫ হাজার ২২১ জন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com