বাংলা৭১নিউজ, ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে কুরআনের খেদমতের অনন্য সাক্ষর রেখে চলছে বাংলাদেশ। বিশ্বের যেখানেই কুরআনুল কারিমের আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, সেখানেই অংশগ্রহণ করছে বাংলাদেশের শিশু, কিশোর এবং যুবক হাফেজরা। এরই ধারাবাহিকতায় এ বছর ২১তম দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ তরিকুল ইসলাম।
হাফেজ তরিকুলের এ অনন্য অর্জনের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ইসলামি ব্যাংকিং ইউনিট তাকে সংবর্ধনা প্রদান করেছে।
গত বুধবার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত হাফেজ তরিকুল ইসলামের হাতে ক্রেস্ট এবং ১ লাখ টাকার চেক তুলে দেনে।
সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ তরিকুল ইসলামের ওস্তাদ হাফেজ কারি নেছার আহমদ আন-নাছিরি, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শামস উল ইসলামসহ উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
হাফেজ তরিকুল ইসলাম দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার এবারের আসরে বিশ্বের ১০৩টি দেশের প্রতিযোগিদের পেছনে ফেলে বিজয়ী হওয়ার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশকে অনন্য মর্যাদায় নিয়ে যান। যার প্রেক্ষিতে অগ্রণী ব্যাংকের ইসলামি ব্যাংকিং ইউনিট হাফেজ তরিকুলকে এ সংবর্ধনা প্রদান করে।
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মো. আবু বকর সিদ্দিক ও তহুরা বেগম দম্পতির সন্তান হাফেজ তরিকুল ইসলাম।
নিজ গ্রামের শামসুল উলুম ইসলামিয়া মাদরাসায় পড়ালেখা শুরু হলেও সে ২০১০ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচারে প্রতিষ্ঠিত নুরে মদিনা তাহফিজুল কুরআন মাদরাসায় হেফজ শুরু করেন। সেখানে ৩ বছরে কুরআনের হেফজ শেষ করেন।
কুরআনের উন্নত শিক্ষা লাভে হাফেজ তরিকুল ইসলাম রাজধানী ঢাকার যাত্রাবাড়িস্থ হাফেজ কারি নেছার আহমদ আন-নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় ভর্তি হন। হাফেজ নেছার আহমদ আন-নাছিরির তত্ত্বাবধানে তরিকুল নিজেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য তৈরি করেন।
বাংলা৭১নিউজ/সিএইস