সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক র‌্যাবপ্রধান হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদেশি ছাড়াই একাদশ, টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী বাংলাদেশ-পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের পুনর্বাসন চায় ব্যবসায়ীরা পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আহত স্টাফদের হাত-পা বেঁধে ভল্ট থেকে কোটি টাকা লুট সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত বান্দুরা শাখার উদ্বোধন অবৈধ সম্পদের মামলায় আসামি স্ত্রীসহ সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল পূবালী ব্যাংকের খামারবাড়ি শাখায় ‘ইসলামী ব্যাংকিং কর্নার’ উদ্বোধন গাজাবাসী জর্ডানে চলে গেলে শান্তিতে থাকতে পারবে: ট্রাম্প গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর বিএফআইইউর মাসুদ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ অধিকারের জন্য আর কাউকে যেন জীবন দিতে না হয়: আবু সাঈদের মা গোপালগঞ্জে অপহরণচক্রের ৫ সদস্য আটক ‘অভ্যুত্থানে নিহতরা কৃষকের সন্তান, তবুও আলোচনায় নেই কৃষকরা’ ড. ইউনূসের বেইজিং সফর নিয়ে তাড়াহুড়ো করতে চায় না সরকার হঠাৎ বেঁকে গেছে লাইন, রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী ইবতেদায়ি শিক্ষকদের পাশে দাঁড়ালেন হাসনাত

বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টির পথে সোনা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে হঠাৎ সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে নতুন ইতিহাস সৃষ্টির কাছাকাছি চলে দামি এই ধাতুটির দাম। এখন বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার ছুঁইছুঁই।

বিশ্ববাজারে সোনার এমন দাম বাড়ার প্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। তবে বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে সেই হারে বাড়েনি। ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়তে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই বাজুসের দায়িত্বশীল এক সদস্য জানান, দেশের বাজারে সর্বশেষ সোনার দাম বাড়ানোর পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম আরও প্রায় ৩০ ডলার বেড়েছে। বিশ্ববাজারে সোনার এই দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারে দাম বাড়বে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমানোর কথা বলেছেন। এছাড়া বিভিন্ন নীতি তিনি গ্রহণ করেছেন। এসব কারণেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে সোনার এত দাম বাড়েনি।

বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭০০ ডলার। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ২২ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭৫০ ডলারে উঠে যায়।

এর প্রেক্ষিতে সেদিন বৈঠক করে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। পর দিন ২৩ জানুয়ারি থেকে সোনার নতুন দাম কার্যকর হয়। বাজুসের এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা আসার সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭৪০ ডলারের মতো। এরপর তা আরও বেড়ে সপ্তাহ শেষে ২ হাজার ৭৭০ ডলারে থিতু হয়েছে। এতে গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৭০ ডলার। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবস ২৪ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সেনার দাম ২ হাজার ৭৮৫ ডলার পর্যন্ত উঠে।

বিশ্ববাজারে এখন পর্যন্ত এক আউন্স সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৭৯০ ডলার। গত ৩০ অক্টোবরে সোনার এই দাম হয়। বিশ্ববাজারে সোনার এই রেকর্ড দাম হওয়ার পর ৩১ অক্টোবর বাংলাদেশে সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।

বিশ্ববাজারে রেকর্ড দাম হওয়ার পরের দিন থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে পতনের মধ্যে পড়ে সোনা। কয়েক দফায় দাম কমে ১৪ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৫৪৭ ডলার পর্যন্ত নেমে যায়।

বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে যেমন সোনার দাম বাড়ানো হয়, তেমনি বিশ্ববাজারে দরপতন দেখা দিলে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়। ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চার দফায় দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ১৭ টাকা কমানো হয়।

এরপর বছরের শেষ মাস ডিসেম্বরেও কয়েক দফায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো বা কমানোর ঘটনা ঘটে। আর নতুন বছর ২০২৫ সালে এখনো পর্যন্ত দেশের বাজারে দু’দফা সোনার দাম বাড়ানো হয়েছে। এই দুই দফা দাম বাড়ানোর ঘোষণা আসার আগে বিশ্ববাজারে সোনার দাম বড় অঙ্কে বাড়তে দেখা গেছে।

চলতি বছর দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম দু’দফায় বেড়েছে ৩ হাজার ১৩৮ টাকা। অন্যদিকে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৪৫ ডলার। এক আউন্স সমান ২৮ দশমিক ৩৫ গ্রাম। এ হিসাবে বিশ্ববাজারে চলতি বছর এখনো পর্যন্ত এক ভরি সোনার দাম বেড়েছে ৭ হাজার ২৭৮ টাকা (এক ডলার সমান ১২২ টাকা ধরে)।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com