বাংলা৭১নিউজ,(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাদের নিজ এলাকা থেকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের আবুল বাশার তুহিন (৪৫) ও তার স্ত্রী ছমিরুন বেগম (৪০)।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন ও তার স্ত্রী ছমিরুন বেগমকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। করোনাভাইরাসের সংক্রমণের সুযোগে কাউকে মাদক ব্যবসা করতে দেবে না পুলিশ। এই পরিস্থিতির মধ্যেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে পুলিশের।
বাংলা৭১নিউজ/এমএস