বাংলা৭১নিউজ, ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনাল ম্যাচে চিলির বিপক্ষে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু সম্প্রতি তিনি অবসর ভেঙে আবার আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামী ২ সেপ্টেম্বর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর ৭ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলায়।
তবে, এই ম্যাচে মেসি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বার্সেলোনা ক্লাব জানিয়েছে, মেসি এখন হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তবে, তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন।
বাংলা৭১নিউজ/সিএইস