আগামী বছরই বিশ্বকাপের আসর বসবে কাতারে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই খেলতে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। দোহায় বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। আমির শরিফির গোলে এগিয়ে যায় আফগানরা। গোল পরিশোধ করতে মরিয়া ছিল বাংলাদেশ। ম্যাচের শেষদিকে বাংলাদেশের রক্ষণ বলে কিছু ছিল না, সবাই গোলের খোঁজে পেরিয়ে গেছেন আফগান সীমান্ত।
৮৪তম মিনিটে ডান দিক থেকে উড়ে আসা লং বল রিয়াদুল হাসান হেড করে ফেলেন বক্সের মাঝখানে। সেখানে দাঁড়ানো তপু বর্মণকে দুজন প্রহরায় রেখেও থামাতে পারেননি। বলটা বুকের টোকায় নামিয়ে এই স্টপার ডান পায়ের গড়ানো শটে বল আফগানিস্তানের জালে পাঠিয়ে অবিশ্বাস্য এক মুহূর্তের জন্ম দিয়েছেন জসিম বিন হামাদ স্টেডিয়ামে। ফলে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
বাংলা৭১নিউজ/এসএইচ