বাংলা৭১নিউজ,ঢাকা: ৩৯তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত চার হাজার ৪৩৩ চিকিৎসক আগামীকাল আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করবেন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার যোগদান অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বাস্থ্য অধিদফতর থেকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত নির্দেশনা বলা হয়, চিকিৎসকরা সকাল সাড়ে ৭টার মধ্যে যোগদান অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন। তারা বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (কুড়িল বিশ্বরোডে ৩০০ ফিট সড়কের পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেসের পাশে) ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। যোগদানকারী কর্মকর্তার সঙ্গে অন্য কেউ যেমন, অভিভাবকবৃন্দ প্রবেশ করতে পারবেন না। প্রবেশের পর হল-২ তে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রবেশ করবেন। সেখানে বিসিএস গেজেটের সিরিয়াল নম্বর অনুযায়ী যোগদান করতে হবে। ভলান্টিয়ারদের নির্দেশ অনুযায়ী সুশৃঙ্খলভাবে লাইন ধরে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
যোগদান করতে আগের নির্দেশনা অনুযায়ী যোগদান আবেদনের সঙ্গে দুই কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এইচআরএম ফরমের কপি নিয়ে আসতে হবে। সুশৃঙ্খলভাবে যোগদান শেষে হল-২ থেকে বেরিয়ে যেতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, যোগদানের সময় যোগদানের বুথ থেকে নাস্তার জন্য ফুড কুপন দেয়া হবে। সকাল সাড়ে ৮টা থেকে হলগুলোর সামনে নাস্তা দেয়ার জন্য বুথ উন্মুক্ত হবে এবং সাড়ে ৯টা পর্যন্ত খাবার সংগ্রহ করা যাবে। খাবার খেয়ে খাবারের প্যাকেট অবশ্যই নির্ধারিত স্থানে ফেলতে হবে।
যোগদান প্রক্রিয়া ও খাবার খাওয়া শেষে যোগদান অনুষ্ঠানের জন্য বিসিএস গেজেটের সিরিয়াল নম্বর অনুযায়ী অংশগ্রহণ করতে হবে। সার্জনরা সিরিয়াল নম্বর ১ থেকে ২ হাজার ৫০০ পর্যন্ত হল-৪ এ এবং ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ২০৩ পর্যন্ত হল-৩ এ আসন গ্রহণ করবেন। সকল সহকারী ডেন্টাল সার্জন হল-৩ এ আসন গ্রহণ করবেন।
যোগদান অনুষ্ঠানের মূল অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হবে এবং সাড়ে ১১টা পর্যন্ত চলবে। অনুষ্ঠান চলাকালীন সবাইকে শান্তভাবে অনুষ্ঠানস্থলে বসে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে নির্দেশনায় বলা হয়।
বাংলা৭১নিউজ/সি এইস