শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

বিরোধীদের সঙ্গে আলোচনার পরই দেশ ছেড়েছেন আসাদ: রাশিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

দেশ ছাড়ার আগে বাশার আল আসাদ সিরিয়ার প্রসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন। সেই সঙ্গে দামেস্কের পতনের পর বিরোধীদের সঙ্গে আলোচনাও করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) বিকেলে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন, এ আলোচনায় মস্কো যুক্ত ছিল না। তবে আসাদের ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্তকে ‘শান্তিপূর্ণভাবে’ স্বীকার করেছে সশস্ত্র বিরোধীরা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ায় আমাদের সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বর্তমানে তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের কোনো হুমকি নেই।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সিরিয়ার সব বিরোধী দলের সঙ্গে মস্কো যোগাযোগ রাখছে এবং ওই অঞ্চলে রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার এবং সংলাপের মাধ্যমে রাজনৈতিক শাসনের বিষয়গুলো সমাধান করার আহ্বান জানাচ্ছি। এতে ‘সিরিয়ার সমাজের সব জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর’ মতামতের প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে।

রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবের ভিত্তিতে একটি ‘অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার’ প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করার সঙ্গে অবাধ নির্বাচন এবং নতুন সংবিধানের মাধ্যমে সিরিয়ায় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং অন্যান্য সরকারবিরোধী বিদ্রোহীরা রোববার দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মাদ আল-জালালি জনগণের নির্বাচিত যে কোন নেতৃত্বকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছে। প্রেসিডেন্ট চলে গেলেও তিনি দামেস্কে নিজ বাড়িতে রয়েছেন।

হায়াত তাহরির আল-শাম বিদ্রোহীরা গত সপ্তাহে বিরোধী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশ থেকে অভিযান শুরু করে। এর নেতৃত্বে ছিলেন একজন সাবেক আল-কায়েদা কমান্ডার।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com