বাংলা৭১নিউজ,হিলি(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে গত সোমবার ভোর রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ফরহাদ হোসেন (৩০) এর শরীরে মেলেনি করোনা ভাইরাস। তার শরীরের নমুনাগুলো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-(আইইডিসিআর) বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করে পাঠানো রিপোর্টে করোনার ভাইরাসের লক্ষণ নেই বলে দাবি করা হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের ঘটানায় ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়েছিল। এর আগে যে সমস্ত চিকিৎসকগণের কাছে তিনি চিকিৎসা নিয়েছিলেন তাঁদেরসহ ওই এলাকার প্রায় ৫০টি বাড়িকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ প্রদান করা হয়েছিল। কিন্তু তাদের সবাইকে মুক্ত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস