বাংলা৭১নিউজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে প্রবাল নামের এক মাদক ব্যবসায়ী মারা হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বিরামপুর উপজেলার ভবানীপুর (ভীমপুর) এলাকা দিয়ে মাদক পাচারকারি দলের সাথে পুলিশের টহল দলের বন্দুক যুদ্ধ হয়। এ সময় মাদক ব্যবসায়ী প্রবাল এর মৃত্যু হয়। সে উপজেলার দক্ষিন দামোদরপুর বাসুপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর সবুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক পাচারের সময় ১০-১২ জন মাদক ব্যবসায়ী তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যকসায়ী প্রবল মারা যায়। এদিকে মাদক ব্যবসায়ীর গুলিতে পুলিশের দুই এস আই রাম চন্দ্র ও খুরশিদ আলম আহত হন। তিনি জানান, তার বিরুদ্ধে থানায় ৮/৯ টি মামলা রয়েছে। সে একজন সন্ত্রাসী।
ঘটনাস্থল থেকে ১টি রিভোলবার, ৩ রাউন্ড তাজা গুলি, ৫টি ককটেল ও ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
বাংলা৭১নিউজ/জেএস