বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রাথমিক সমাপনী, এবতেদায়ী, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৫জন ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।
বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, ঢাবি শিক্ষক ড. এস.এম মাহফুজুর রহমান, বিজুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, ঢাকাস্থ দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাসুদ আলী খাঁন, অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হুমায়ন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, দিনাজপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাছেদ মন্ডল প্রমূখ।
বাংলা৭১নিউজ/জেএস