বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা আনসার ভিডিপি’র বার্ষিক সমাবেশ স্থানীয় আনসার মাঠে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে আনসার ভিডিপি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় পরিচালক কাজী সাখাওয়াত হোসেন, জেলা অ্যাডজুট্যান্ট আব্দুল মজিদ, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, থানা ওসি মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।
সমাবেশে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ বিভিন্ন পুনস্কার প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস