বাংলা৭১নিউজ, ডেস্ক:হায়দ্রাবাদ টেস্টে ভারতের ৬৮৭ রানের জবাবে ৩৮৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার পেসার তাসকিনের তোপের মুখে পড়েছে ভারত। ইতোমধ্যেই ভারতের দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন তিনি। আর এই দুইজন ভারতীয় ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুল। তাসকিনের জোরা আঘাতের পর অধিনায়ক বিরাট কোহলিকে ফেরালেন সাকিব।
ব্যাটিংয়ে নেমেই বিরাট কোহলি ওয়ানডে গতিতে রান তুলতে শুরু করেন। আউট হবার আগে বিরাট ৪০ বলেই ৩৮ রান তুলে ফেলেন তিনি। দুইটি চার ও একটি ছয়ের সাহায্যে এই রান করে তিনি সাকিবের শিকারে পরিণত হন। বিরাটের ক্যাচটি লুফে নেন মাহমুদুল্লাহ রিয়াদ।
ভারতের বর্তমান স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১০৬ রান। যার ফলে ভারতের লিড এখন ৪০৫ রান।
বাংলা৭১নিউজ/এম