বাংলা৭১নিউজ, ঢাকা: একসময় একইসাথে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। বর্তমানে আছেন শুধু ওয়ানডে ফরম্যাটে। এবার নতুন আরেকটি বিশ্বরেকর্ড গড়ার পথে রয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার।
বর্তমানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা উইকেট শিকারি বোলার সাকিব আল হাসান। ২০৬ উইকেট নিয়ে ওয়ানডে ফরম্যাটে আছেন দ্বিতীয় অবস্থানে। ২০৭ উইকেট নিয়ে সেরা অবস্থানে আছেন আব্দুর রাজ্জাক।
ফলে, ওয়ানডেতে আর মাত্র দুইটি উইকেট নিলেই বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে একইসাথে তিন ফরম্যাটের সেরা উইকেট শিকারি বোলার হবেন সাকিব আল হাসান।
টেস্টে ১৪৭ উইকেট নিয়ে সেরা অবস্থানে আছেন সাকিব। ১০০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ রফিক। টি-টোয়েন্টি ফরম্যাটে ৬৫ উইকেট নিয়ে সেরা অবস্থানে আছেন সাকিব। আর ৪৪ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আব্দুর রাজ্জাক।
বাংলা৭১নিউজ/সিএইস