রবিবার, ১২ মে ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩ বছর পূর্তি উদযাপন ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল কুয়েতে অবৈধভাবে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি গ্রেফতার চিকিৎসাহীনতা : বাত-ব্যথায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছে মানুষ সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না: ইসি রাশেদা শাহবাগ থেকে অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ, আটক ১৩ মোহামেডানকে হারিয়ে কিংসের পঞ্চম শিরোপা কেনা সনদের তালিকা প্রস্তুত, জমা দেওয়া হবে কারিগরি বোর্ডে : হারুন বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কমেছে একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব : হানিফ পল্টনে কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত তিন সঞ্চালন লাইন চালু করল পিজিসিবি কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে কল করতে বললেন মেয়র কুয়েতে রাজনৈতিক অস্থিরতা, সংসদ ভেঙে দিলেন আমির চাঁপাইনবাবগঞ্জে আগাম আমের বাগান বিক্রিতে হিমশিম বঙ্গবন্ধুর সমাধিতে সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির শ্রদ্ধা অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি’ করা যাচ্ছে বিকাশে

বিরতি থেকে ফিরেই মুমিনুলের ফিফটি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

৪৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন একপ্রান্ত আগলে লড়াই করা মুমিনুল হক। বিরতি থেকে ফিরেই তুলে নেন ফিফটি। ১১৫ বল খেলে ৬টি চারে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৭তম ফিফটি। তার ফিফটিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে হারের ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ। তাকে সঙ্গে দিচ্ছেন শরীফুল ইসলাম। ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪৫। পিছিয়ে ৩৬৬ রানে।

প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ:

দিনের শুরুতেই তাইজুল বিদায় নেন ব্যক্তিগত ৬ রানে। তাতে ৫১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সপ্তম উইকেটে মিরাজ-মুমিনুল প্রতিরোধ গড়েন। তারা দুজন ১০৫ বল অথাৎ ১৭.৩ ওভার খেলে দলীয় সংগ্রহে যোগ করেন ৬৬ রান। দলীয় ১১৭ রানের মাথায় ভাঙে মহামূল্যবান এই জুটি। কাসুন রাজিথার বলে কাভার দিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে মিরাজ এজ হয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ধনঞ্জয়া ডি সিলভার হাতে।

এরপর শরীফুল ইসলামকে নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে থাকেন মুমিনুল। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে মধ্যাহ্ন বিরতিতে যান। বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৭ উইকেটে ১২৯। মুমিনুল ৪৬ ও শরীফুল ৩ রানে অপরাজিত আছেন। অষ্টম উইকেটে তারা দুজন ৩৪ বল খেলে দলীয় সংগ্রহে যোগ করেছেন ১২ রান। শ্রীলঙ্কার থেকে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৩৮২ রানে।

মিরাজের বিদায়, লড়ছেন মুমিনুল:

সপ্তম উইকেটে মিরাজ নেমে মুমিনুলের সঙ্গে প্রতিরোধ গড়েন। তারা দুজন ১০৫ বল অথাৎ ১৭.৩ ওভার খেলে দলীয় সংগ্রহে যোগ করেন ৬৬ রান। মিরাজ বেশ সাবলীলভাবে হাতখুলে খেলছিলেন। ৪৯ বলে ৬ চারে তুলে ফেলেছিলেন ৩৩ রান। কিন্তু এরপর ধৈর্য্যচ্যুতি ঘটে তার। দলীয় ১১৭ রানের মাথায় কাসুন রাজিথার বলে কাভার দিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ধনঞ্জয়া ডি সিলভার হাতে। তাতে ভাঙে মিরাজ-মুমিনুলের ৬৬ রানের মহামূল্যবান জুটি।

৫১ রানেই ৬ উইকেট হারানো বাংলাদেশ রয়েছে বড় ব্যবধানে হারের মুখে রয়েছে। তবে তাইজুল ফেরার পর মুমিনুল হকের সঙ্গে জুটি গড়েছেন মেহেদী হাসান মিরাজ। তাদের দুজনের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। দুজন ইতোমধ্যে ৬৫ রানের জুটি গড়েছেন। তাতে বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০০ পেরিয়েছে। মুমিনুল ৪০ ও মিরাজ ৩৩ রান নিয়ে ব্যাট করছেন। ৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৬।

দিনের শুরুতেই ফিরলেন তাইজুল:

আগের ইনিংসের লড়াকু তাইজুল এবার আর পারলেন না। চতুর্থদিনের শুরুতেই সাজঘরে ফিরলেন তিনি। ৬ রান নিয়ে দিন শুরু করা তাইজুল দলীয় সংগ্রহে আর কোনো রান যোগ করতে পারেননি। ব্যক্তিগত এই রানেই কাসুন রাজিথার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তাইজুল।

হারের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ, চতুর্থ দিনের খেলা শুরু:

সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা আজ সোমবার সকালে শুরু হয়েছে। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া রেকর্ড ৫১১ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয়দিনের শেষ বিকেলে ৩৭ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। হারের মুখে দাঁড়িয়ে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। তারা হারের ব্যবধান কতোখানি কমাতে পারেন দেখার বিষয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com