বাংলা৭১নিউজ, ঢাকা: এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে এ নিয়োগ দেয়া হয়েছে।
এ আদেশ আগামী ১২ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে। তিনি আগামী ৩ বছর বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে, সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি) কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস