বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নেপালে বিমান দূর্ঘটনায় নিহত নজরুল ইসলাম স্ত্রী আক্তরা বেগমের জানাজা আজ সকাল সাড়ে ৬টায় গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বেগুনবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
জানাযা শেষে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহীর উপশহরের বাসায়। তার মরদেহ সেখানে দাফন করা হবে। এর আগে সোমবার বিকালে মরদেহ দেশে আনার পর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
তার লাশবাহী অ্যাম্বুলেন্স আজ মঙ্গলবার সকাল ৬ টায় গ্রামের বাড়িতে এসে পৌছায়। এ সময় কফিনে আপনজনকে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রুদ্ধশ্বাস উদ্বেগ আর সীমাহীন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে আরেক আপনজন নেপালে বিমান দূর্ঘটনায় নিহত নজরুল ইসলাম মৃতদেহটি শেষ বারের মত দেখার জন্য। আগামীকাল বুধবার দেশে আসতে পারে নজরুল ইসলামের লাশ বলে জানিয়েছেন নেপালে বাংলাদেশী রাষ্ট্রদুত।
বাংলা৭১নিউজ/জেএস