বাংলা৭১নিউজ,ডেস্ক: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাক জঙ্গি ঘাঁটি উড়িয়ে পুলওয়ামা হামলার প্রতিশোধ নিয়েছে বায়ুসেনা। এই সাহসিকতার জন্য টুইটারে ভারতীয় বায়ুসেনার বিমানচালকদের কুর্নিশ জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
একইসুরে বায়ুসেনার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটারে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে হামলা চালিয়ে বায়ুসেনার বিমানচালকরা আমাদের গর্বিত করেছেন।’
বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও। টুইটারে তিনি ‘জয় হিন্দ আইএএফ’ লিখে পোস্ট করে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বায়ুসেনাকে।
তবে ভারত–পাকিস্তানের এই স্পর্শকাতর আবহাওয়ায় রীতিমতো চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠক সাংবাদিকদের কাছে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, ‘এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান খুব, খুব খারাপ পরিস্থিতিতে আছে। আমরা দেখতে চাই এই ঝামেলা থেমে যাক। প্রচুর মানুষ অযথা মারা গিয়েছেন। আমরা এতে জড়িয়ে গিয়েছি। আমরা চাই এসব বন্ধ হোক’।
বাংলা৭১নিউজ/সূত্র:আজকাল অনলাইন