সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বাড়ল রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’

বিমানবন্দরে ক্যামেরাবন্দি সালমান-ক্যাটরিনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক:   ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানির মেয়ে ইশা আম্বানির সঙ্গে বিয়ে হচ্ছে আরেক ধনকুবেরের সন্তান আনন্দ পরিমলের। গতকাল ছিল তাঁদের সংগীত অনুষ্ঠান। বলিউডের জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন সেখানে। বলিউড সুপারস্টার সালমান খান, শাহরুখ থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটারিনা কাইফসহ ক্রীড়াঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন।

যে গৌরী খানকে কখনো নাচতে দেখা যায়নি, সেই গৌরীও ইশা-আনন্দর সংগীতানুষ্ঠানে নেচেছেন স্বামী শাহরুখ খানের সঙ্গে। নেচেছেন নববিবাহিত দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। উদয়পুরের সেই আয়োজনে ছিলেন আরেক নববিবাহিত তারকাযুগল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

রাজস্থানের উদয়পুরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির খান, কিরণ রাও, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, করণ জোহর, রেখা, সিদ্ধার্থ মালহোত্রা, জুহি চাওলা, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বনি কাপুর, সিদ্ধার্থ রায় কাপুর, বিদ্যা বালানসহ অনেকেই।

ইশা আম্বানি ও আনন্দ পরিমলের সংগীতানুষ্ঠান শেষে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। কলিনা বিমানবন্দরে চিত্রসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন এ যুগল। সালমান পরেছিলেন লাল-কালো রঙের জ্যাকেট ও জিন্স প্যান্ট। আর ক্যাটরিনা পরেছিলেন লং কামিজ। সাদা পোশাকে ক্যাটরিনা যেন শ্বেত আনারকলি।

বলিউডের ব্লকবাস্টার জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাঁদের রুপালি পর্দার রসায়ন দর্শককে সব সময় বিনোদিত করেছে। পর্দার বাইরেও তাঁদের অপূর্ব সম্পর্ক। ‘খানদান’ পরিবারের সঙ্গেও রয়েছে ক্যাটরিনার সুসম্পর্ক।

সালমান শুধু ক্যাটরিনার প্রিয় বন্ধুই নন, বলিউডে তাঁর ক্যারিয়ার গড়ে দিতেও সহায়তা করেছেন এ অভিনেতা। বিনোদন দুনিয়ায় তাঁর শীর্ষে উঠতে সালমানের অবদান অনস্বীকার্য। আর তা স্বীকার করেন ক্যাটরিনাও।

মাত্র দুদিন আগে সংবাদমাধ্যম মুম্বাই মিররকে ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেত্রী জানিয়েছেন, সালমান খান তাঁর অভিভাবকের মতোই। তাঁর জীবনে দেবদূতের মতোই হাজির হন এ সুপারস্টার। বলেন, ‘সালমান আমার প্রিয় বন্ধু এবং সবার সেরা।’

ক্যাটরিনার মনের কথা বুঝে যান সালমান খান। গুঞ্জন আছে, একসময় তাঁদের প্রেম ছিল। সেটি টেকেনি। তবে বন্ধুত্ব ও পারস্পরিক সাহচর্য থেকে কখনো সরে যাননি তাঁরা।

সালমান খান ও ক্যাটরিনা কাইফ বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধেছেন। সব ছবিই বক্স অফিসে হিট করেছে। ‘ম্যায়নে পিয়ার কিঁয়্যু কিয়া’, ‘পার্টনার’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’। সব ছবিই ব্লকবাস্টার হয়েছে।

২০০৫ সালে সালমান ও ক্যাটরিনার বন্ধুত্ব শুরু হয়। তাঁরা ডেভিড ধাওয়ানের ‘ম্যায়নে পিয়ার কিঁয়্যু কিয়া’ ছবিতে প্রথমবারের মতো জুটি হন। তাঁদের প্রেমের গুঞ্জন বি-টাউনে টাউর হলেও দুজন কখনোই স্বীকার করেননি।

সালমান ও ক্যাটরিনাকে ফের আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমায় রোমান্স করতে দেখা যাবে। আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি। সূত্র : এনডিটিভি ও ইন্ডিয়া টিভি।

বাংলা৭১নিউজ/এস এইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com