বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

বিবিসি প্রতিবেদন : ইংল্যান্ডের কাছে কেন হারলো বাংলাদেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ১২৯ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়নস ট্রফি

বাংলা৭১নিউজ, ডেস্ক: ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৮ উইকেটে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। ৩০৫ রানের বড় ইনিংস খেলার পর কেন হারলো বাংলাদেশ?

বিবিসি বাংলার সংবাদদাতা শাকিল আনোয়ার রয়েছেন ওভালে। খেলা দেখে তিনি বলছেন এর বেশ কিছু কারণ রয়েছে বলে তিনি মনে করছেন।

শাকিল আনোয়ার বলছেন “প্রতিপক্ষ যেখানে ইংল্যান্ড সেখানে ৩০৫ রানের ইনিংস নি:সন্দেহে বড় ব্যাপার। তবে ওভালের পিচ ব্যাটিং সহায়ক পিচ। ফলে ৩০৫ রানটা যথেষ্ট হয়নি। এছাড়া তামিম এবং মুশফিক অসামান্য খেলেছেন কিন্তু অন্য যারা ছিলো তারা যথেষ্ট সহযোগিতা তাদেরকে করতে পারেন নি।

প্রতিপক্ষ যেখানে ইংল্যান্ড সেখানে রানটা আরো বেশি হতে পারতো । ৩৩০/৩৪০ করতে হতো”।
এই হারের যুক্তি কী দেখাচ্ছে দল?

খেলার পরে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা এক প্রকার মেনেই নিয়েছেন। তিনি বলেছেন যে তাদের ২৫/৩০ রান কম ছিলো। আর বোলিং এর বিষয়ে তিনি বলেছেন মাঝের ওভার গুলোতে আরো ভাল বল করা উচিত ছিল সেটা আমরা পারিনি।

তামিম ইকবাল ১২ টি চার এবং তিনটি ছয় মারেন

তামিম ইকবাল ১২ টি চার এবং তিনটি ছয় মারেন

ইংল্যান্ডের রয়েছে অনেক ভালো ব্যাটসম্যান, এছাড়া তারা নিজেদের মাটিতে খেলছে সেটা একটা বড় দিক। এছাড়া দল হিসেবেও তারা বাংলাদেশের চেয়ে শক্তিশালী।

শাকিল আনোয়ার বলছেন ” এছাড়া বাংলাদেশের দল নির্বাচনের ক্ষেত্রে ব্যাটসম্যানদের গুরুত্ব দেয়া হয়েছে বেশি। অন্যতম স্পিনার মিরাজ ছিলেন না দলে অর্থাৎ দল নির্বাচনে কিছুটা ঘাটতি ছিলো বলে মনে করছেন তিনি”।

প্রথমে ব্যাট করতে নেমে দলের পক্ষে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম জুটির ১৬৬ রান দলের জন্য বড় ভিত গড়ে দেয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রান এটা। কিন্তু ৩০৫ রান তাড়া করে কিভাবে জিতেছে ইংল্যান্ড?

পরে ১৬ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতে যায় ইংল্যান্ড। যা চ্যাম্পিয়নস ট্রফিতে রান তাড়া করে জেতার নতুন রেকর্ড।
আরো পড়ুন:‘বাংলাদেশ ক্লিয়ারলি আন্ডার-ডগ, ইংল্যান্ড ফেভারিট’

ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ৮৬ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯৫ রানের ইনিংসই বাংলাদেশের ৩০৫ রানকে তাড়া করতে অনেক সাহায্য করে।
ম্যান অব দ্য ম্যাচ হন জো রুট।

৩০৫ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড দল

৩০৫ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড দল

অংশগ্রহণ করছে আইসিসি র‍্যাংকিং এর প্রথম ৮টি দল।

ম্যাচ শুরুর একদিন আগে ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার ইংল্যান্ড আর বাংলাদেশের মধ্যে কালকের প্রতিযোগিতা কেমন হবে সে সম্পর্কে বিবিসি বাংলাকে বলেছিলেন “বাংলাদেশ ক্লিয়ারলি আন্ডার-ডগ সন্দেহ নেই। আজ যদি আমরা খুব ইমোশনাল হয়ে বলি বাংলাদেশের ভাল চান্স আছে অন পেপার সেটা ঠিক হবে না বলা। বাংলাদেশ যদি একটা অঘটন ঘটাতে পারে সেটা হবে ম্যাসিভ ম্যাসিভ আপসেট হবে এই টুর্নামেন্টে”।

সেই সাথে এখন দারুণ ফর্মে থাকা ইংল্যান্ডকে মোকাবেলা করতে হলে ইংল্যান্ডের মিডল-অর্ডারকে আটকাতে হবে বলে তিনি উল্লেখ করেন।
আজ শুক্রবার মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

শাকিল আনোয়ার বলছেন “অস্ট্রেলিয়া দলের যে চারজন দুর্ধর্ষ পেস বোলার রয়েছেন তাদের কে আজ নামানো হবে কিনা চিন্তা-ভাবনা চলছে। যদি নামানো হয় তাহলে নিউজিল্যান্ড বিপদে পরবে”।

আবার নিউজিল্যান্ড ইংল্যান্ডের আবহাওয়া এবং পিচ ভালো বোঝে। সুতরাং আজকে একটা ভালো লড়াই হবে বলে মনে করছেন তিনি।

বাংলা৭১নিউজ/সূত্র:বিবিসি বাংলা/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com