বাংলা৭১নিউজ,প্রতিনিধি: পাঁচ ‘স্বৈরতান্ত্রিক’ দেশের তালিকায় বাংলাদেশ- একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে বিবিসির করা প্রতিবেদনের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, বিবিসির প্রতিবেদনে যাই বলুক না কেন, তারা এক চোখা প্রতিবেদন করেছে। জঙ্গি-সন্ত্রাস দমনের ঘটনাকে তারা অন্যভাবে চিত্রায়িত করছে। পৃথিবীর কোথাও অগণতান্ত্রিক শক্তি বিনাশের বিপক্ষে কেউ ওকালতি করে না।
আজ শনিবার বিকেল তিনটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় সবুজ কলি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ইনু বলেন, পুরো বিশ্ব বাংলাদেশের চমৎকার উন্নয়ন দেখল, আর চোখে সানি পড়ার কারণে বিএনপি এই উন্নয়ন দেখতে পারল না।
তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে নিয়মমত সঠিক সময়ে সকল নির্বাচন হচ্ছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের প্রসার এবং বিকাশ ঘটছে। সংবিধান অনুযায়ী বক্তব্য, বিবৃতি, সভা সেমিনার এবং সমালোচনা করার অধিকার সবার রয়েছে। সরকার জঙ্গি-সন্ত্রাস, নাশকতাসহ অগণতান্তিক কর্মকাণ্ড মোকাবেলা করে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করছে। বরং অসাংবিধানিক ভুতের সরকার গঠনের কাজ করছে বিএনপি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, নারী জোটের আহবায়ক তথ্যমন্ত্রী পত্নী আফরোজা হক রীনা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং এখানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে দাবি করেছে জার্মান গবেষণা প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’।
গতকাল শুক্রবার প্রকাশিত তাদের প্রতিবেদনে দাবি করা হয়, এই ক্যাটাগরির পাঁচটি দেশের মধ্যে একটি বাংলাদেশ।
বিশ্বের ১২৯টি দেশে গণতন্ত্র, বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে সমীক্ষার পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে ১২৯টি দেশের মধ্যে ৫৮টি দেশ এখন স্বৈরশাসনের অধীন আর ৭১টি দেশকে গণতান্ত্রিক বলে বর্ণনা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস