বুধবার, ০১ মে ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

বিক্ষোভের মুখে বন্ধ মনমোহনকে নিয়ে তৈরি সিনেমা, বিজিপিকে কটাক্ষ মমতার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ২১৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে তৈরি সিনেমা ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রতিক্রিয়া জানিয়েই ক্ষান্ত থাকেননি তিনি। শুক্রবার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে বর্তমান প্রধানমন্ত্রীর নাম না করে তাঁর কটাক্ষ— আগামী দিনে আরেকটা সিনেমাও হতে পারে। তার নাম হবে ‘দি ডিজাস্টার্স প্রাইম মিনিস্টার’।

বারাসতের পর এদিন বাবুঘাটে গঙ্গাসাগর মেলার সূচনা অনুষ্ঠানে এই প্রসঙ্গ উত্থাপন করে মমতার তির্যক মন্তব্য, সিনেমার নামটা হতে পারে ‘দি কমিউনাল প্রাইম মিনিস্টার’ও। এদিনই মুক্তি পেয়েছে রাজনৈতিক মহলে বহুচর্চিত ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমাটি। ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে দল যে সিনেমাটির প্রদর্শন বন্ধের পক্ষে নয়, তাও জানানো হয়েছিল কংগ্রেসের তরফে।

এদিন মুক্তি পাওয়ার পরে শহরের হিন্দ এবং শিলিগুড়ির বিশ্বদীপ প্রেক্ষাগৃহে কংগ্রেস কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে প্রদর্শন বন্ধ হয়ে যায়। এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, মানুষই বিচার করবে এই সিনমার পিছনে কাদের ইন্ধন রয়েছে। তবে এই ধরনের এই বিক্ষোভ দল অনুমোদন করে না।

রাতেই ফের কোয়েস্ট মলের মাল্টিপ্লেক্সে ছবির প্রদর্শন চলাকালীন তাণ্ডব চালায় কংগ্রেস সমর্থকরা। ছিঁড়ে দেওয়া হয় প্রেক্ষাগৃহের পর্দা। জোর করে বের করে দেওয়া হয় দর্শকদের। পুলিস গিয়ে পরিস্থিতি সামলায়।

এদিন বারাসতের সভায় মমতার গলায় ছিল শ্লেষের সুর- অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তো সবাই! একটা সিনেমা বানানো হয়েছে। মানেটা বুঝলাম না। কংগ্রেসের হয়ে সাফাই গাইছি না। ওদের সঙ্গে আমার তফাৎ আছে। কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে আলাদা দল করেছি, মানুষ আশীর্বাদ করেছে। মুখ্যমন্ত্রীর কথায়, তবুও বলব, যেটা করা হয়েছে, সেটাকে বিকৃত করা বলে। এটা অন্যায়।

আগামীদিনে যদি ডিজাস্টার্স প্রাইম মিনিস্টার বা কমিউনাল প্রাইম মিনিস্টার নামে সিনেমা হয়, কী হবে! যেমন দেখাবে, তেমন দেখবে। বাবুঘাটের অনুষ্ঠানে সাংবাদিকদের মমতা বলেন, ওই সিনেমায় সোনিয়াজি আর রাজীবজিকে অবমাননা করা হয়েছে। সন্ধ্যায় নবান্ন থেকে বের হওয়ার সময় তাঁর প্রতিক্রিয়া— এটা রাজনৈতিক অধঃপতন।

বাংলা৭১নিউজ/সূত্র:বর্তমান পত্রিকা অনলাইন/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com