বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর আজ নতুন করে শুরু হচ্ছে।
অথচ বিপিএল গত ৪ নভেম্বরেই শুরু হয়ে গিয়েছিল। পায়রা উড়িয়ে বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনও করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
কিন্তু বৃষ্টির কারণে বিপিএলের প্রথম তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগির পর বিসিবি জানায়, ম্যাচগুলো আবার আয়োজন করা হবে। আগের সূচিতে থাকা প্রথম তিন দিনের ছয়টি ম্যাচই আবার হবে।
পরে টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করা হয়। নতুন সূচি অনুযায়ী মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় খেলবে খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস। আগের সূচিতে এই ম্যাচটি ছিল দুপুরে, আর দুপুরেরটি সন্ধ্যায়। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, নতুন করে শুরু হতে যাওয়া বিপিএলে তাই তাদের ম্যাচ প্রথমে নিয়ে আসা হয়েছে।
বাংলা৭১নিউজ/সি