বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু বিএনপির নয় আওয়ামী লীগের নেতারা দেশ ছাড়ছেন : রিজভী মামলা হলে মিল্টনের স্ত্রীকেও গ্রেফতার করা হবে : ডিবি প্রধান হারুন যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলাতে বললেন প্রধানমন্ত্রী ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি ৫ বিভাগে বৃষ্টি হতে পারে শুক্রবার স্কুল খোলা না বন্ধ, জানাল শিক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটির মেয়র হচ্ছেন টিটু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৮২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মেয়র নির্বাচনে টিটুর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির (জাপা) জাহাঙ্গীর আহমেদ।

তিনি মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরের একটি হোটেলে ময়মনসিংহ মহানগর জাপার কর্মীসভায় মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় জাহাঙ্গীর বলেন, তিনি দলের সিদ্ধান্তেই মনোনয়ন প্রত্যাহার করবেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হককে সমর্থন দেন।

জাহাঙ্গীর আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটুর কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন টিটু।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাপার প্রার্থী ছাড়াও তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১০ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাইয়ের তাদের তিনজনের মনোনয়ন বাতিল হয়।

মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আবু মো. মুসা সরকার, বিশ্বজিৎ ভাদুড়ি ও শহিদুল ইসলাম ওরফে স্বপন মন্ডল।

এদিন দুপুরে ওই তিন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনজনই ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন। তবে আপিলেও তাদের মনোনয়ন বাতিল হয়। তারা কেউ উচ্চ আদালতে আপিল করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় সমর্থক হিসেবে ৩০০ জন ভোটারের তালিকা দিয়েছিলেন স্বতন্ত্র তিন প্রার্থী। তাদের ওই তালিকার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে মোট ২৫৯ জন কাউন্সিলর প্রার্থী ও ৭১জন নারী প্রার্থী সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মনোনয়ন জমা দেন। বাছাইয়ে পাঁচজন কাউন্সিলর ও একজন নারী প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে কেবল কাউন্সিলর পদে নির্বাচিত অনুষ্ঠিত হবে।

৩৩ ওয়ার্ডে কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থীরা ভোট যুদ্ধে অংশ নেবেন। মোট ১২৭টি কেন্দ্রের প্রত্যেকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/এস.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com