শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু

বিনা নোটিশে ইনকিলাবে গণছাঁটাই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ১৪১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দৈনিক ইনকিলাবের সাংবাদিক, কর্মকতা-কর্মচারীসহ ৬০ জনের মতো কর্মীকে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। এছাড়া পত্রিকাটিতে যারা কর্মরত আছেন তাদেরকে ওয়েজবোর্ডের পরিবর্তে নির্ধারিত বেতনে চাকরিতে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি স্বীকার করে ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘২১ জন সাংবাদিকসহ বিভিন্ন সেকশন থেকে প্রায় ৬০ জনকে ছাঁটাই করা হয়েছে। সংবাদকর্মীদের অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা এমন কেউ যদি হিসেব-নিকেশ করে ১০০ টাকা পায় তবে তাকে ৩০ টাকা দেওয়া হবে। ৭০ টাকা দেওয়া হবে না। এর জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত দিতে হবে আমরা সমস্ত পাওনা বুঝে পেলাম। এই প্রস্তাব যারা মানেনি তাদেরকে গণছাঁটাই করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ২৬ মাসের বকেয়া বাকি আছে। কর্তৃপক্ষ জানিয়েছে ইনকিলাবে যাদেরকে রাখা হবে ওয়েজবোর্ড বাতিল করে কনসোলেটেড ওয়েতে (নির্ধারিত বেতন) চাকরি করতে হবে। এই শর্তে যারা থাকবেন তাদেরকে রাখা হবে।’

এই প্রস্তাব দেওয়া সম্পূর্ণ অনৈতিক উল্লেখ করে তিনি বলেন, ইনকিলাবকে অষ্টম ওয়েজবোর্ডের যে ‘রেড কার্ড’ দেওয়া হয়েছে সেটা বহাল থাকার কোনো বৈধতা নেই।

Inqilab 3

নাম প্রকাশে অনিচ্ছুক পত্রিকাটির আরেকজন সংবাদকর্মী বাংলা৭১নিউজকে বলেন, ‘শুনেছি বার্তা বিভাগ থেকে ২৯ জন ও অন্যান্য বিভাগ থেকে ৩৬ জন কর্মী ছাঁটাই করা হচ্ছে। ছাঁটাইয়ের ক্ষেত্রেও নিয়ম মানা হচ্ছে না। এক হিসেবে তারা বলছে আমি প্রায় ১৭ লাখ টাকা পাব। কিন্তু আমাকে দিতে চায় সাড়ে ছয় লাখ টাকা। আমরা চিন্তাভাবনা করছি। হয়তো আন্দোলনে যাব।’

কর্মী ছাঁটাই বিষয়ে জানতে চাইলে পত্রিকাটির প্রধান হিসাব কর্মকর্তা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আমি একটু ঝামেলায় আছি। এখন কথা বলতে পারব না।

এদিকে ইনকিলাবে গণচাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত কয়েক দিনে দৈনিক ইনকিলাবের ২১ জন সাংবাদিককে বিনা নোটিশে ছাঁটাই এবং আরও বহু সংখ্যক সাংবাদিককে ওয়েজবোর্ডের পরিবর্তে নির্ধারিত বেতনে চাকরিতে বাধ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com