শনিবার, ১১ মে ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩ বছর পূর্তি উদযাপন ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল কুয়েতে অবৈধভাবে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি গ্রেফতার চিকিৎসাহীনতা : বাত-ব্যথায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছে মানুষ সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না: ইসি রাশেদা শাহবাগ থেকে অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ, আটক ১৩ মোহামেডানকে হারিয়ে কিংসের পঞ্চম শিরোপা কেনা সনদের তালিকা প্রস্তুত, জমা দেওয়া হবে কারিগরি বোর্ডে : হারুন বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কমেছে একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব : হানিফ পল্টনে কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত তিন সঞ্চালন লাইন চালু করল পিজিসিবি কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে কল করতে বললেন মেয়র কুয়েতে রাজনৈতিক অস্থিরতা, সংসদ ভেঙে দিলেন আমির চাঁপাইনবাবগঞ্জে আগাম আমের বাগান বিক্রিতে হিমশিম বঙ্গবন্ধুর সমাধিতে সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির শ্রদ্ধা অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি’ করা যাচ্ছে বিকাশে

বিনা উইকেটে প্রথম সেশন পার শ্রীলঙ্কার

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে বাংলাদেশকে কোনো উইকেট দেয়নি শ্রীলঙ্কা। বিনা উইকেটে ৮৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে তারা। নিশান মাদুশকা অবশ্য ফিফটি তুলে নিয়েছেন। তিনি ৬ চারে ৫৫ রানে অপরাজিত আছেন। আর দিমুথ করুণারত্নে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত আছেন ৩৩ রানে।

অবশ্য ষষ্ঠ ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। এ সময় হাসান মাহমুদের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন মাদুশকা। কিন্তু সেটি ফেলে দেন মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত ৯ রানে জীবন পেয়ে ফিফটি তুলে নিলেন মাদুশকা। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন তিনি দেখার বিষয়।

জয়ের ক্যাচ মিসের পর শ্রীলঙ্কার দারুণ শুরু:

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে শ্রীলঙ্কা। ১৮ ওভার শেষে বিনা উইকেটে তুলে ফেলেছে ৬০ রান। নিশান মাদুশকা ৪০ ও দিমুথ করুণারত্নে ২০ রান নিয়ে ব্যাট করছেন।

অবশ্য এই জুটি এতোদূর আসতে পারতো না, যদি ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় মাদুশকার ক্যাচ না ছাড়তেন। এ সময় হাসান মাহমুদের করা বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন মাদুশকা। কিন্তু সেটি তালুবন্দি করতে ব্যর্থ হয় জয়। জীবন পেয়ে দারুণ ব্যাটিং করছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন:

চট্টগ্রামে আজ শনিবার (৩০ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ইনজুরিতে পড়া কাসুন রাজিথার পরিবর্তে একাদশে এসেছেন আসিথা ফার্নান্দো। অন্যদিকে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।

পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা নেই একাদশে। তাদের পরিবর্তে হাসান মাহমুদ ও সাকিব আল হাসান এসেছেন একাদশে। এর ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে টেস্টে অভিষেক হয়ে গেল হাসানের। তার আগে সিলেট টেস্টে অভিষেক হয়েছিল পেসার নাহিদ রানার।

প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়াতে চায়। সাকিব আল হাসান একাদশে আসায় নিঃসন্দেহে বাংলাদেশ দল চাঙ্গা হবে। অন্যদিকে শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবে না। তারাও জিততে চায় এই টেস্ট।

শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ম্যাচের আগেরদিন বলেছিলেন, ‘বাংলাদেশ আক্রমণাত্মক হলে আমরাও আক্রমণাত্মক হব। আর ওরা শান্ত থাকলে আমরাও শান্ত থাকব।’

বাংলাদেশের একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশ:
দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com