বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে কৃষকদের মাঝে গম বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে গমের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, ইউ’পি চেয়ারম্যান আবু আনছার রেজাউল করিম শামীম উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলার ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নের প্রায় ১১শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে ২০ কেজি গমের বীজ ও ৩০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস