বাংলা৭১নিউজ,(হিলি)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম বিনাইল। প্রায় দুই হাজার লোকের বাস এই গ্রামে চলছে করোনার প্রভাবে লকডাউন। গ্রামের বেশির ভাগ মানুষ হয়ে পড়েছেন কর্মহীন, বঞ্চিত হচ্ছেন চিকিৎসাসেবা থেকে।
এ অবস্থায় ওই গ্রামের কর্মহীন ও দরিদ্রদের মাঝে বিনামুল্যে খাদ্য, চিকিৎসা সেবা ও করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছে এলাকার যুবকদের সমন্বয়ে গঠিত ‘মানবতার ঝুড়ি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গ্রামটির প্রবেশ পথেই মানবতার ঝুড়ির বিনামুল্যের খাদ্য পণ্যের পসরা বসিয়েছে। সেখানে স্বেচ্ছাসেবীরা বিনামুল্যে খাদ্য সরবরাহ করছেন। সেই সাথে করোনা প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা সামাজিক দুরত্ব মেনে চলাসহ নানা সচেতনতা মুলক কার্যক্রম চালাচ্ছেন। বিরামপুরের ইমার উদ্দিন কমিউনিটি হসপিটালের সহযোগিতায় দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা, বিতরণ করা হচ্ছে বিনামুল্যে প্রয়োজনীয় ওষুধ।
মানবতার ঝুড়ির প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী এস এম তারেক বলেন, মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে স্থানীয় যুবকদের নিয়ে এ সংগঠন কাজ করছে। গত এক সপ্তাহ থেকে খাদ্য সরবরাহ ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে এই গ্রামে। যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন তাদের খাদ্য ও চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/এবি