বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর স্ব-স্ব এলাকায় বিভিন্ন দলীয় স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা ব্যাপক ও গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান যুবলীগ নেতা মেহেদী হাসান মিন্টু ফকির সারা দিন ও মাঝ রাত পর্যন্ত ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন দূর্গম চরাঞ্চল বলে পরিচিত মোহন মিয়ার হাট, হাজার বিঘা ও ৩২ দাগ এলাকায়। তিনি প্রতিটি বাড়ি বাড়ি পায়ে হেটে স্থানীয় জনতা ও মা বোনদের সঙ্গে কথাবার্তা বলেন। এসময় চরাঞ্চলের মানুষ তাকে ভালোবাসার আতিথেয়তায় তাকে গ্রহণ করে অভিনন্দন জানায়।
আবার কেউ কেউ বয়োবৃদ্ধরা মাথা সাপটে দোয়া করেন, মা বোনরা ভাত মেখে তুলে দেন। তখন মিন্টু ফকির আবেগে আপ্লুত হয়ে বলেন, আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত সেবায় মানুষের উন্নয়নে গেঁথে যেতে পারি। এই গ্রামীনস জনপদে আমার দাদা আমার বাবা এরপর আমি আপনাদের সেবায় রয়েছি।
২৯ মার্চের নির্বাচনে আমাকে মটরসাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। এসময় মোহন মিয়ার হাট এলাকার বাসিন্দা আকবর ফকির (৫৫) বলেন, এই চরে অনেক প্রতিকুলতা ভেদ করে আমাগো চলতে হয়। সব সময় সবাই এইহানে আসে না। মিন্টুর বাপ বহুকাল বঙ্গবন্ধুর কথাবার্তা আমাগো শুনাইছে, অনেক মিছিলও করছি। এই মিন্টু ফকিরের প্রতি সবার দরদ আছে। আল্লাহ যেন তার মনোবাসনা পূর্ণ করে। আপনারা মোটর সাইকেল মার্কায় ভোট দিবেন, আমিও দিব। গণসংযোগের এক পর্যায় শত শত মানুষ তার পাশে এসে দাঁড়ায়।
বাংলা৭১নিউজ/জেএস